ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ধৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি এসআই তাপস কুমার দত্ত সংগীয় অফিসার ও ফোর্সসহ বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।
এ সময় থানার আটলিয়ার রোস্তমপুর গ্রাম এলাকা থেকে মাদক ব্যবসায়ী যশোর জেলার কেশবপুর থানা সাগরদত্ত কাঠি এলাকার মোঃ সবুজ হোসেন সরদার (৩২)এবং বেলকাঠি এলাকার মোঃ বেল্লাল হোসেন গাজী (২৮) কে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করে।