দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া শালিমপুরের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক আহাম্মেদ এর পুত্র মেরিন ইঞ্জিনিয়ার মোঃ ফয়সাল আহাম্মেদ সেতু (২৩) বাংলাদেশের একটি জাহাজে সিরামিকের কাঁচা মালামাল নিয়ে ইউক্রেন পোটে বোমা হামলায় আহাত প্রাপ্ত হয়েছে।
তার নাকে ও হাতে বলে ফয়সাল আহাম্মেদ সেতুর পরিবার সুত্রে বৃহস্পতিবার জানান জাহাজে ২৯ জন ছিল এদের মধ্যে ২ জন মহিলা ও ২৭ জন পুরুষ। ১ জন মারা গেছে বলে ও জানা গেছে।
সেতুর পরিবারের সকলেই চিন্তা গ্রস্থ রয়েছে। এদের ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বাংলাদেশ জাহাজের সকলেই ইউক্রেন পোর্টে আটকা পড়ে আছে বলে ও জানা গেছে।