আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেন আগ্রাসনের পর দুই সপ্তাহে ১০ লাখ শরণার্থী প্রতিবেশি দেশে আশ্রয় নিয়েছে বলেছে জাতিসংঘ। এই যুদ্ধ ইতোমধ্যে কয়েক লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে।
টুইটারে প্রকাশ করা এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ইউক্রেইনের ভেতরে আটকা পড়া লাখো মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের ধারণা, যুদ্ধের কারণে ইউক্রেইনের ভেতরে এক কোটি ২০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে এবং তাদের ত্রাণ সহায়তা দরকার।