আরও ৫শ’ ৯৯ কোটিতে লাখ টন সার কিনছে সরকার

0
199

নওয়াপাড়া ডেস্ক

রাশিয়া, মরক্কো ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে এক লাখ টন সার কিনছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৫৯৯ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার টাকা। বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ-সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে অর্থমন্ত্রী বলেন, রাশিয়া থেকে তৃতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার ১৫০ কোটি ২১ লাখ ২৩ হাজার ২২০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের আওতায় মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএমপি সার কেনার প্রস্তাব অনুমোদন। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩০৪ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকা।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি কর্তৃক ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ১৪৪ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

Comment using Facebook