ঢাকা অফিস
জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নকে (র্যাব) বাদ দিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের একজন সদস্য যে চিঠি দিয়েছেন, তার সঙ্গে ইইউর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি বলেছেন, র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।
এ বিষয়ে সঠিক তথ্যও আমার কাছে নেই। তবে ইইউর পার্লামেন্টের একজন সদস্য যে চিঠি দিয়েছেন, সেটি তার ব্যক্তিগত মতামত। এরসঙ্গে ইইউর কোনো সম্পর্ক নেই।