স্টাফ রিপোর্টার, যশোর
যশোর জিলা স্কুলে দিনব্যাপী ১৮৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ ) সকালে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জামাল হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন, সহকারি প্রধান শিক্ষক (দিবা) সেলিমা খাতুন, সহকারি প্রধান শিক্ষক (প্রভাতী) নারায়ন চন্দ্র দেবনাথ ও সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম। ওইদিন ৮০ মিটার দৌড়, এক পায়ে দৌড়, মোরগ লড়াই, চেয়ার সিটিং, দীর্ঘ লাফ, ১০০ মিটার দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফসহ ৩৫টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতা সম্পন্ন হয়।