‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণা দেওয়ায়, শার্শা আওয়ামী লীগের আনন্দ মিছিল

0
320

যশোর অফিস

‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় চূড়ান্তভাবে অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে শার্শা উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৩মার্চ) বিকালে নাভারণ বাজারে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই আনন্দ মিছিল করা হয়।

এসময় পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চৌকস নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে জানান সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। মিছিলের নেতৃত্বও দেন তিনি। শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়নাল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোরাদ হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস কবির বকুল, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, আওয়ামী লীগের সভাপতি তাহাজ্জেল হোসেন ভোলা, সাধারণ সম্পাদক সাহিদুজ্জামান শহীদ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান তিতাশ, লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুর রহমান, সাবেক ইউ চেয়ারম্যান আবুল কালাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, হাসান ফিরোজ আহমেদ টিংকু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ইউপি আলহাজ আব্দুর রশিদ প্রমুখ। আনন্দ মিছিলে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comment using Facebook