যশোরে মায়ের ওপর অভিমান করে কিশোরের আত্মহত্যা

0
213

যশোর অফিস

যশোরে মায়ের ওপর অভিমান করে যশোর শহরের চাঁচড়া রেলগেট এলাকার এনামুল। (১৫) নামে এক কিশোর ও গ্যারেজ শ্রমিক গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন। সে শহরের রেলগেট পশ্চিমপাড়ার নাজমুল হোসেনের েেছ্ল। তার পিতা নাজমুল ঘরের দরজা খুলে দেখতে পান যে তার ছেলে গলায় রশি দিয়ে ঝুলে আছে।

তিনি এসময় তাকে উদ্বার করে বাড়ির লোকদের সহায়তায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে বেলা ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনামুল এক বছর আগে হাফিজিয়া মাদ্রাসায় লেখা পড়া করতো। বর্তমানে সেএকটি গ্যারেজে শ্রমিক হিসেবে। কাজ কর। কিন্তু চারদিন ধরে কাজে না যাওয়ায় সকালবেলা তার মা তাকে বকা ঝকা করেও দুইটা থাপ্পড় দিলে সে অভিমান করেএ ঘটনা ঘটায়। এব্যাপারে যশোর কোতয়ালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Comment using Facebook