অভয়নগরে নিহত ঘাট শ্রমিকের পরিবারকে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের আর্থিক সহায়তা প্রদান

0
201

স্টাফ রিপোর্টার

অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নিহত ঘাট শ্রমিক মো. সেলিম শেখের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে নিহত ঘাট শ্রমিক মো. সেলিম শেখের স্ত্রী, সন্তান ও ভাইয়ের হাতে ৭৫ হাজার ৪০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডল, সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান, কার্যকরী সভাপতি একরাম ফারাজী, যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক মামুন ফারাজী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক আতাউর রহমান ও আরব আলী, কার্যকরী সদস্য নজরুল ইসলাম, মনোয়ার হোসেন, জিতু সরদার, অফিস সহকারী কামরুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, নওয়াপাড়া নদীবন্দর এলাকায় চিশতী ঘাটে কর্মরত অবস্থায় আহত হন ঘাট শ্রমিক মো. সেলিম শেখ। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Comment using Facebook