দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ফিরলেন তামিম, আছেন সাকিবও

0
151

ক্রীড়া ডেস্ক

সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন, টেস্ট খেলবেন- এমনটা খোদ বিসিবি সভাপতি জানিয়েছিলেন। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ যেদিন শেষ হলো, সেদিনই এই খবর জানা যায়। এরপর আবারও সংশয় তৈরি করেন খোদ সাকিব আল হাসান নিজেই।

তবে, আজ বিসিবি থেকে প্রকাশিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজের দুই ফরম্যাটেই রাখা হয়েছে সাকিব আল হাসানকে।

শুধু তাই নয়, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন তামিম ইকবালও। সেই যে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন, এরপর আর টেস্ট ফরম্যাটে পাওয়া যায়নি তামিমকে। এবার তাকে রেখেই ঘোষণা করা হলো টেস্ট দল।

Comment using Facebook