অবশেষে ১১ দিন পর সচল শাবিপ্রবি

0
467

ঢাকা অফিস

অবরোধ প্রত্যাহারের পর এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সব ভবনের তালা খুলে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে দীর্ঘ ১১ দিন পর বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ভবন, অ্যাকাডেমিক ভবন ও হল অফিস খুলে দেওয়া হয়।

আন্দোলনরত শিক্ষার্থী মুহাইমিনুল বাশার রাজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত সাংস্কৃতিক কর্মকা-ের মাধ্যমে অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

Comment using Facebook