আন্তর্জাতিক ডেস্ক
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে অন্তত ১৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নিহতদের মধ্যে ১৩টি শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে, ইউক্রেনে রুশ হামলায় মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল।
থ্রোসেল জানান, কামানের ভারী গোলাবর্ষণ, বিমান হামলা এবং অন্যান্য ব্যাপক শক্তিশালী বিস্ফোরকের কারণে বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটেছে।