মেয়েকে ইভটিজিং থেকে রক্ষা করতে ইউএনও’র দারস্থ বাবা

0
462

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা

মেয়েকে ইভটিজিংয়ের হাত থেকে রক্ষা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেছেন এক বাবা। অভিযোগকারী রফিকুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার জগদানন্দকাঠি গ্রামের বাসিন্দা। বুধবার এ অভিযোগ করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার বড়ো পোদাউলিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণিতে পড়ে রফিকুল ইসলামের মেয়ে। প্রতিদিন মাদরাসায় যাওয়া-আসার পথে সেলিম হোসেন (২১) নামের এক বখাটে তার মেয়েকে ইভটিজিং করে। সেলিম বড়ো পোদাউলিয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

অভিযোগে জানানো হয়, বিষয়টি রফিকুল ইসলাম একাধিকবার নিষেধ করলেও সেলিম শোনেনি। বরং উল্টো শাসিয়ে বলেছে, ‘আমি হলাম এই গ্রামের দ্বিতীয় আজরাইল’। কেউ আমাকে কিছু করতে পারবে না। এরপর থেকে মেয়েটির মাদরাসায় যাওয়া বন্ধ হয়ে গেছে বলেও উল্লেখ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Comment using Facebook