স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের ওয়ার্ড আ’লীগের সভাপতি মো: আনোয়ার হোসেন সরদারের জানাযা তার নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৬টায় শ্বাস কষ্ট জনিত কারণে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহে অইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ¦ এনামুল হক বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, প্যানেল মেয়র আলহাজ্ব মিজানুর রহমান, কাউন্সিলর মো. তালিম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন প্রমুখ। নামাজে জানাযায় ইমামতি করেন মাওলানা বিল্লাল হোসেন। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।