নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে নবীণবরণ অনুষ্ঠিত

0
255

স্টাফ রিপোর্টার

নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মহাবিদ্যালয়ের আয়োজনে বুধবার দুপুরে শ্রেণিকক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টশন ক্লাস ও নবীণবরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ রবিউল হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান।

প্রভাষক সামিনা জাহান লিসার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রশান্ত কুমার, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) অসীত কুমার মুখার্জি, শিক্ষার্থী নিশাত ইসলাম, রিহান রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে লাল গোলাপ ও মিষ্টিমুখ করানোর মধ্যদিয়ে নবীণ শিক্ষার্থীদের বরণ করা হয়।

Comment using Facebook