আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ ভাল আছে: শেখ আফিল উদ্দিন

0
193

শার্শা সংবাদদাতা

যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ ভাল আছে।

বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এনামুল হক মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ নাসির উদ্দিনের সঞ্চালনায় ছোটআঁচড়া মোড়ের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংসদ শেখ আফিল উদ্দিন শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র তারিকুল আলম তুহিনের দলভক্তির উদাহরণ দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ আলহাজ্ব ওয়াহিদুজ্জামান, যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য অহিদুজ্জামান অহিদ, সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখ।

Comment using Facebook