চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় আবারও সড়কে প্রাণ গেল এক ব্যক্তির। নিহত নজরুল ইসলাম খন্দকার (৫৭) উপজেলার সিংহঝুলী ইউনিয়নের মাজালি গ্রামের বাসিন্দা। বুধবার দুপুর সাড়ে ১২ টার সময় চৌগাছা যশোর সড়কের ব্র্যাক অফিসের সামনে মর্মান্তিক এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, মাজালি গ্রামের নজরুল ইসলাম খন্দকার পেশায় একজন ভ্যান চালক। প্রতি দিনের ন্যায় বুধবার সকালে ভাড়ার উদ্যোশে চৌগাছা বাজারে আসেন। দুপুর ১২ টার দিকে তিনি ব্র্যাক অফিসের সামনে যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকেন। এসময় যশোর দিক থেকে আসা একটি বিচেলী বোঝাই টলি নিয়ন্ত্রন হারিয়ে ভ্যাানের সাথে ধাক্কা লাকে। এতে ভ্যান চালক নজরুল ইসলাম টলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।