বাগেরহাট জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

0
691

বাগেরহাট সংবাদদাতা

বুধবার দুপুরে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও লাগামহীন দূর্নিতির প্রতিবাদে বাগেরহাট জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

বাগেরহাট সদর থানার মোড়ে বিএনপি কার্যালয়ে বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার সঞ্চালনায় উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সহ সম্পাদক আনোয়ার হোসেন,বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য-সচিব মোজাফফর রহমান আলম, কেন্দ্রিয় কমিটির সদস্য সেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম প্রমুখ।

Comment using Facebook