ঝিকরগাছা সংবাদদাতা
ঝিকরগাছা উপজেলা পরিষদের আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধের স্মৃতিচরণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর আবদান শীর্ষক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন, যশোরের স্থানীয় সরকারের উপ পরিচালক (উপ-সচিব) মোঃ হুসাইন শওকত।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ।