খুলনা সংবাদদাতা
বাগেরহাটের কচুয়া উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত প্রধান আসামি মো: সজীব মোল্লাকে চট্রগাম মহানগরীর পতেঙ্গা উপজেলা থেকে গ্রেপ্তার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। সে কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকার বারেক মোল্লার ছেলে। গত ২৫ ফেব্রুয়ারি রাত একটার দিকে স্থানীয় দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে মেয়েটির ঘরে প্রবেশ করে।
ভিকটিমকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। চিৎকার ও ধস্তাধস্তির শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে আসলে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।