রাশিয়ার ১২ কূটনীতিককে বহিষ্কার: যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

0
335

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ১২ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক নয়, এমন কর্মকা-ে জড়িত থাকার কারণেই জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার মিশনের সদস্যদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সহকারী রাষ্ট্রদূত রিচার্ড মিলস জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে রাশিয়ার এই কূটনীতিকদের বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর-বিবিসির রিচার্ড মিলস বলেন, যুক্তরাষ্ট্র থেকে যে কূটনীতিকদের চলে যেতে বলা হয়েছে, তারা এমন কিছু কর্মকা-ে জড়িত ছিলেন, যা কূটনীতিক হিসেবে একটি দেশের প্রতিনিধিত্ব করতে পাওয়া দায়িত্ব ও বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

Comment using Facebook