ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহের সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
নিহত আতিয়ার রহমান মন্ডল (৫০) উপজেলার চরখাজুরা গ্রামের বাসিন্দা। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে আতিয়ার বিরোধপূর্ণ জমিতে গিয়ে বাঁশ সংগ্রহ করতে গেলে আল আমিন তার ছেলে রমজান তাকে বাধা দেয় এবং বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে রাতে সেখানে আতিয়ার মারা যান।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আতিয়ার ও তার ছোট ভাই আল আমিনের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই জেরে আজ একজনের নিহতের ঘটনা ঘটেছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।