অভয়নগরে জাতীয় বীমা দিবস উদযাপিত

0
138

স্টাফ রিপোর্টার

অভয়নগরে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালির মধ্যদিয়ে দিবসের সূচনা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. মফিজুর রহমান দপ্তরী, বীমা কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, খাদ্য নিয়ন্ত্রক মীনা খানমসহ জীবন বীমা কর্পোরেশন, সিটি জেনারেল ইন্সুরেন্স, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, পপুলার লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তাবৃন্দ।

Comment using Facebook