মণিরামপুরে ঘের থেকে মালিকের লাশ উদ্ধার

0
206

নেহালপুর (মণিরামপুর) সংবাদদাতা

মণিরামপুরের বিল কেদারিয়ায় ঘেরের মধ্য থেকে ঘের মালিকের লাশ উদ্ধার। সরেজমিনে জানা যায়, পাঁচাকড়ি রাজবংশী পাড়ার বাঞ্চারাম এর পুত্র ঘের ব্যবসায়ী ভোলানাথ বিশ্বাস (৬৫) গত রবিবার সন্ধ্যার পর নিখোঁজ হয়।

স্থানীয় ভাবে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজা খুজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে পরিবারের সিদ্ধান্ত মোতাবেক তার নিজ ঘেরে অনুসন্ধান চালিয়ে ঘেরের মাঝখান থেকে তার মরদেহ আনুমানিক ৭/৮ ফুট পানির নিচ থেকে তার পরিবারের লোকজন উদ্ধার করে।

উদ্ধার কালে দেখা যায় তার মাজায় এবং ডান পায়ে রশি দিয়ে ইট বাধা অবস্থায় ছিল। এলাকাবাসির ধারনা পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হতে পারে।

সহকারি পুলিশ সুপার, মণিরামপুর, ওসি তদন্ত, মণিরামপুর, ডিবি পুলিশ, নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সন্দেহভাজন ভাবে ভোলানাথের একমাত্র ছেলে পরিমল বিশ্বাস (৪০) ও তার ভাইপো দেবু বিশ্বাস (৩৭) কে আটক করে। এ রিপোট লেখা পর্যন্ত লাশ মণিরামপুর থানার হেফাজাতে রয়েছে। অপমৃত্যুর মামলাসহ ময়না তদন্তের প্রস্তুতি চলছে।

Comment using Facebook