সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0
201

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরার কলারোয়া থেকে ৪৮৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে সাতক্ষীরা-যশোর মহাসড়কের কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কে. ই. পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ির নাম রাসেল হোসেন (২২)।

তিনি যশোর জেলার শার্শা থানার গোগা গ্রামের রুহুল কুদ্দুস মন্ডলের ছেলে। র‌্যাব জানায়, ভারত থেকে অবৈধপথে ইয়াবার একটি বড় চালান কলারোয়া সীমান্ত দিয়ে কেরালকাতা এলাকায় আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এর একটি চৌকস দল সেখানে অভিযান চালায়।

এ সময় সাতক্ষীরা-যশোর মহাসড়কের কেরালকাতা ইউনিয়নের কে. ই. পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে ৪৮৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ উক্ত মাদক ব্যবসায়িকে হাতে নাতে আটক করা হয়। এসময় জব্দ করা হয় নগদ ৫৬০ টাকা, একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড।

Comment using Facebook