কেশবপুরে পৌর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

0
168

কেশবপুর সংবাদদাতা

কেশবপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় পরিচিত সভায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সদস্য এ্যাড. জাফর সাদিক, যশোর নগর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন, থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আফজাল হোসেন বাবু, নুরুজ্জামান চৌধুরী, কুতুব উদ্দিন বিশ্বাস,আলমগীর কবির বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মাওলানা শরিফুল ইসলাম। এরপর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামসহ স্থানীয় মৃত বিএনপি নেতাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Comment using Facebook