ধোঁয়াশা রেখেই দিলেন সাকিব

0
163

ক্রীড়া ডেস্ক

তার টেস্ট ক্যারিয়ার নিয়ে নানা গুঞ্জন। সাকিব আল হাসান আগামী ৬ মাস টেস্ট খেলতে চান না। টেস্ট থেকে অর্ধ বছরের জন্য ছুটি চেয়ে বোর্ডে চিঠি দিয়েছেন, সেটা খোদ বোর্ড সভাপতির মুখ থেকেই বেরিয়েছে।

সে কথার সূত্র ধরে বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজনও জাগো নিউজকে জানিয়েছেন, বোর্ড সভাপতি যখন বলেছেন, তখন ঘটনা সত্য।

তবে যেহেতু সাকিব আইপিএল খেলবেন না, তাই সেই আগের চিঠির গুরুত্ব কমে গেছে বলেও জানিয়েছেন বিসিবি সিইও। এদিকে সাকিবের দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে যাওয়া নিজের রাজ্যের ধোঁয়াশা।

একবার ‘হ্যাঁ’ পরক্ষণে ‘না’। আবার সর্বশেষ ‘হ্যাঁ’ বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ খেলবেন সাকিব।

কিন্তু ২৪ ঘন্টা না যেতেই আবার সংশয়। সাকিব নিজেই তার দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে যাওয়ার বিষয়টি ধোঁয়াশা রেখে দিলেন। স্পষ্ট করে ‘হ্যাঁ’ বা ‘না’ বলতে নারাজ বিশ্বসেরা অলরাউন্ডার।

Comment using Facebook