খুলনায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

0
162

খুলনা ব্যুরো

নগরীর দৌলতপুর থানাধীন ল্যাবরেটরী মোড় সংলগ্ন খলিল হোসেনের পুকুর থেকে ১ মার্চ সকাল ৮ টায় ভাসমান অবস্থায় আয়না বিবি নামে ১০৫ বছরের বৃদ্ধার লাশ উদ্ধার করেছে এলাকাবাসি । তিন ল্যাবরেটরী মোড়ের ব্যবসায়ি মোঃ ওমর ঢালীর মাতা।

এলাকাবাসি জানান আয়ন বিবি শারিরীক প্রতিবন্দী এছাড়া তিনি চোখে ও কানে কম শোনেন। ২৮ ফেব্রুয়ারী ভোর রাত থেকে তিনি নিখোজ হন। মঙ্গলবার জানাযা নামাজ শেষে বটিয়াঘাটা বারোয়াড়ী গ্রামে দাফন সম্পন্ন হয়।

মরহুমের মূতুতে গভীর শোক জানিয়েছেন খানাবাড়ী ক্লাব ও লাইব্রেরীর নেতৃবৃন্দ যথাক্রমে আবু হেনা বাবলু, তহিদুর রহমান লিটন, শহিদুল ইসলাম, জাহাঙ্গির হাবিব টাইফুন, নুরল ঢালী, জিয়াউর রহমান, মেম্বার মামুন সহ ক্লাবের নেতৃবৃন্দ ।

Comment using Facebook