খুলনা ব্যুরো
খুলনা বন বিভাগে উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গতকাল দুপুরে ফুলতলার বিভিন্ন স’ মিলে অভিযান পরিচালনা করেন।
এ সময় লাইসেন্স না থাকার অভিযোগে শিকিরহাটস্থ রানা টিম্বার এন্ড স’ মিলকে ৪ হাজার এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে সরদার স’ মিলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বন বিভাগের পক্ষ থেকে অনুমোদনহীন ওই স’ মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলীকে চিঠি দেওয়া হয়।
অভিযানকালে এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোাশারফ হোসেন, দিঘলিয়ার কর্মকর্তা সৈয়দ আবুল হোসেন, রূপসার কর্মকর্তা এএইচ এম মুজিবুর রহমান, মোঃ ইকবাল হোসেন, আদম আলীসহ আনছার সদস্যরা উপস্থিত ছিলেন।