আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে রুশ সেনা অভিযানের পঞ্চম দিন চলছে। গতকাল সোমবার সকাল থেকে রাজধানী কিয়েভজুড়ে শোনা যায় সাইরেন। এ ছাড়া গত রোববার রাতভর শহরে শোনা গেছে গুলি ও বিস্ফোরণের শব্দ।
চলমান এ সংকট নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিকল্প হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ব্লগার ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বাইডেন।