আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এখন বিশ্ব মনোযোগের কেন্দ্রবিন্দু। এরমধ্যেও বিশ্বে নানা ঘটনা ঘটছে। সেগুলো মনোযোগের কেন্দ্রে আসতে পারছে না।
ইউক্রেনে যখন যুদ্ধের দামামা বাজছে তখন উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র ছোঁড়া শুরু করেছে। গেল গত রোববার সাগরে উত্তর কোরিয়ার বিরুদ্ধে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ করেছে জাপান।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী নুবোও কিশি বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি আনুমানিক ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) দূরে গিয়ে উত্তর কোরিয়ার উত্তর উপকূল ও জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে গিয়ে আঘাত হেনেছে।