স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে অভয়নগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

0
357

স্টাফ রিপোর্টার

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্ত, দুই লাখ নারীর সম্ভ্রম এবং অগনিত মানুষের চরম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা।

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জাতীয়ভাবে সাড়ম্বরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে। ইতোমধ্যে ৫০টি কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত হয়েছে। সকল কর্মসূচি বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে গতকাল সোমবার সকালে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রকিবুল হাসান, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মো. মফিজুর রহমান দপ্তরী, মফস্বল বার্তা সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম, খাদ্য নিয়ন্ত্রক মীনা খানম, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, ইউপি চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, মফিজ উদ্দিন, হাফিজুর রহমান বিশ্বাস, শেখ আবুল কাশেম, জহুরুল ইসলাম প্রমুখ। ১ মার্চ মঙ্গলবার হতে ২৬ মার্চ পর্যন্ত সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ড ও নওয়াপাড়া পৌরসভার সকল ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন কর্মসূচি শুরু করা হবে।

Comment using Facebook