বাংলাদেশ ছাড়ছেন রশিদ খান!

0
370

ক্রীড়া ডেস্ক

শেষে হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। আজ রোববার টুর্নামেন্টের ফাইনালে লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুলতান সুলতানস।

ফাইনাল ম্যাচেই নাকি লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন বাংলাদেশ সফরে থাকা রশিদ খান। সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি। শনিবার জিও টিভি জানিয়েছে, লাহোর কালান্দার্সের হয়ে ফাইনাল ম্যাচটি খেলবেন তাদের দলের তারকা খেলোয়াড় রশিদ খান।

কিন্তু, এ মুহূর্তে রশিদ খান আছেন বাংলাদেশ সফরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে তাঁর দল এখন বাংলাদেশে। আগামীকাল সোমবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। এখন পিএসএল খেলতে রশিদ খান যদি পাকিস্তানে উড়াল দেন, তাহলে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে তাঁকে দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও আফগান দলের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের কাছে হেরেছে আফগানরা। এবার অতিথিদের হোয়াইটওয়াশ করার মিশন বাংলাদেশের সামনে। বাংলাদেশে আসার আগে পিএসএল খেলতে পাকিস্তানে ছিলেন রশিদ খান। গত ২০ ফেব্রুয়ারি জাতীয় দলের সঙ্গে যোগ দিতে বাংলাদেশে আসেন এ লেগ স্পিনার।

Comment using Facebook