রামপালে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

0
263

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের রামপালে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রামপাল উপজেলার গিলাতলার দুর্গাপুর গ্রামের একটি খালে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া মরদেহটির গায়ে লাল শার্ট ছিল, পরনে কোনো কাপড় ছিল না। বাগেরহাটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিচয় শনাক্ত করতে পিবিআই কাজ শুরু করেছে।

এবিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানান, এখনও পর্যন্ত লাশের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন মেলেনি।

Comment using Facebook