আশাশুনি সংবাদদাতা
আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ ঘাটের দু’পাশে বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন লেগেছে। শুক্রবার ভাঙ্গন পয়েন্ট ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেছেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন। গত তিন চার দিন পূর্ব থেকে লঞ্চঘাট সংলগ্ন প্রায় দু’শ ফুট বেড়িবাঁধে আকস্মিক ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গনের খবরে এলাকার মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলে, শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন এলাকা পরিদর্শনে আসেন।
এসময় নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু, ইউপি সদস্য আইয়ুব আলী সরদার, ইউপি সদস্য শহিদুল্যাহ সানা, সাবেক ইউপি সদস্য গোলাম রসুল উপস্থিত ছিলেন। নির্বাহী প্রকৌশলী বলেন, ভাঙ্গনটি দিনে দিনে বাড়তে পারে। এজন্য দ্রুততার সাথে ভাঙ্গন রোধের জন্য কার্যকর ব্যবস্থা নিতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।