বেনাপোলে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

0
191

যশোর অফিস

গতকাল দুপুরে যশোরের বেনাপোল বাজার এলাকা থেকে হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিন বাবু (৩৫), নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। সে বেনাপোলের কাকমারী গ্রামের কুদ্দুস মল্লিকের ছেলে।

যশোর র‌্যাব-৬ এর কম্পানী কমান্ডার নাজিউর রহমান জানান, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে বেনাপোল বাজরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে অভিযান চালিয়ে সাইকেলে ঝুলানো একটি ব্যাগসহ বাবুকে আটক করা হয়। পরে ওই ব্যাগ তল্লাশি করে তার ভিতরে ৯হাজার ৫শত ৫০ পিছ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম ইয়াবা উদ্বার করা হয়।

Comment using Facebook