যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

0
192

যশোর অফিস

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় শামসুর রহমান (৫০) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। শুক্রবার ২৫ ফেব্রুয়ারী সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। নিহত শামসুর রহমান শহরের ঘোপ জেল রোড এলাকার মৃত আব্দুস সবুরের ছেলে। তিনি দড়াটানা মোড়ে চা বিক্রি করতেন।

নিহতের স্বজনরা জানায়, শামসুর রহমান সকালে সদর উপজেলার সুলতানপুর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। সুলতানপুর বাজারের কাছে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Comment using Facebook