আন্তর্জাতিক ডেস্ক
ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি বলেছেন, যুদ্ধ কোনো সমাধান নয় এবং আমেরিকার ওপর নির্ভরতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত হয় না।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ প্রসঙ্গে এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেন। এদিকে, ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে বলেছেন, পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণ উত্তেজনা সৃষ্টিকারী।
তিনি আরও বলেছেন, ন্যাটোর সম্প্রসারণ বিশ্বের বিভিন্ন অঞ্চলের স্বাধীন দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় ধরণের হুমকি। গত বুধবার রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন। মস্কো বলছে, যুদ্ধ শুরু তাদের লক্ষ্য নয় বরং বিশ্বযুদ্ধ ঠোকাতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
তবে ইউরোপ ও আমেরিকা রুশ পদক্ষেপকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে ঘোষণা করে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বৃদ্ধি করেছে। পার্সটুডে