কিশোরীকে ধর্ষণ-ভিডিও ধারণ করা ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

0
185

ঢাকা অফিস

ঢাকার সাভার সদর ইউনিয়নে এক কিশোরীকে (১৪) ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হওয়ায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা ওরফে ড্যান্সার রানাকে (২৭) তার পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা ছাত্রলীগ।

সেইসঙ্গে সংগঠনটি থেকে তাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে এবং ইউনিয়ন কমিটিও বিলুপ্ত করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান। এরআগে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ অব্যাহতি, বহিষ্কার ও কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সোহেল রানাকে (সভাপতি, সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগ) অব্যাহতি দেওয়া হলো। সেইসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে বহিষ্কারের জন্য সুপারিশ করা হলো এবং মেয়াদ উর্ত্তীণ হওয়ায় সাভার সদর ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

Comment using Facebook