যশোরে সাবেক সাংসদের বাড়ি থেকে ৫টি সোনার নৌকা চুরি

0
344

যশোর অফিস

যশোরের মণিরামপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের বাড়ি থেকে পাঁচটি সোনার নৌকা চুরি হয়েছে।

খান টিপু সুলতানে বড় ছেলে যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় সদস্য হুমায়ুন সুলতান শাদাব সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ঢোকার পর চুরির বিষয়টি তিনি জানতে পারেন। এ ঘটনায় শাদাব গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহাবুবুর রহমান জানিয়েছেন।

শাদাব বলেন, চোরেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে তারা আলমারি ভেঙে ৫টি সোনার নৌকাসহ মূল্যবান বহু মালামলা নিয়ে গেছে। যাওয়ার সময় চোরেরা ৪টি দা এবং ৩টি শাবল ঘরের মধ্যে ফেলে রেখে যায়। বিষয়টি মণিরামপুর থানায় জানালে এসআই প্রসেনজিৎ রায় ঘটনাস্থলে আসেন। এ সময় বাড়িতে কেউ না বলে জানান তিনি।

ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে শাদাব বলেন, ৫টি সোনার নৌকার মূল্য সম্পর্কে ধারণা নেই। বাবা সংসদ সদস্য থাকাকালে এগুলো সম্মাননা হিসেবে দিয়েছিলেন জনগণ।

এ কারণে মূল্যবান হলেও পিতার স্মৃতি এখানে রাখতেই এ বাড়িতে নৌকাগুলো রাখা হয়। এছাড়া ৫/৬টি দরজা, ৪/৫টি কাঠের আলমারিসহ ঘরের মূল্যবান সম্পদগুলো ভেঙে তছনছ করেছে চোরেরা।

Comment using Facebook