যশোর অফিস
যশোরের বেনাপোলে পোড়াবাড়ী নারায়নপুর গ্রামে আজ শুক্রবার বিকালে বিনয় বিশ্বাস ও মনি ঠাকুরের পরিবারের মধ্যে মারামারির ঘটনা দেখতে য়েয়ে ধাক্কাধাক্কির এক পর্যায়ে নিহত হলো শ্বশি ভূষন বিশ্বাস (৭০)নামে এক ব্যাক্তি। এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য বিনয় বিশ্বাসসহ ৬ জন কে থানা হেফাজতে নেয়া র হয়েছে।
নিহত শ্বশি ভুষন বিশ্বাসের ছেলে বিপ্লব বিশ্বাস বলেন, বিনয় বিশ্বাস, ছেলে শুভ্কংর বিশ্বাস ও তাদের লোকজন মনি ঠাকুর ও তার স্ত্রী মামনি ঠাকুর কে মারছিলেন। বাবা ঠেকাতে গেলে বিনয় বিশ্বাস বাবাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে য়ান। এসময় আমি দৌড়ে এসে বাবাকে তুলতে গেলে বিনয় বিশ্বাসের লোকজন আমাকে পাইপ দিয়ে মারতে থাকে। সে মারের আঘাত বাবার গায়েও লাগে।
এসময় বাবা মাটিতে লুটিয়ে পড়ে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া বলেন, বেনাপোল পোড়াবাড়ী নারায়নপুর গ্রামে দু পরিবারের মারামারির মাঝে পড়ে শ্বশি ভুষন বিশ্বাস নামে একজন মারা গেছেন। ময়না তদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত কিভাবে মারা গেছেন সেটা বলা সম্ভব হচ্ছেনা।
বিষয়টা তদন্ত করা হচ্ছে। জিঞাসাবাদের জন্য বিনয় বিশ্বাস ও তার ছেলে সুভংকর বিশ্বাস, আব্বাস ও তার ছেলে বাবু, মনি ঠাকুর ও তার স্ত্রী মামনি ঠাকুরকে থানা হেফাযথে রাখা হয়েছে। এখনো পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে।