অভয়নগরে সেচমটর চোর চক্রের ২ সদস্য আটক

0
477

স্টাফ রিপোর্টার

অভয়নগরে সেচ মটর চোর চক্রের ২ সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাদিরপাড়ার হ্যাচারির মোড় নামক এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বাগদাহ গ্রামের গোলাম হোসেন শেখের ছেলে নয়ন হোসেন ও নজরুল শেখের ছেলে সেলিম শেখ ওরফে টুকাই কিছুদিন আগে তালপুকুর সংলগ্ন মাঠ থেকে ওহিদ বিশ্বাসের একটি সেচ মটর চুরি করে হ্যাচারীর ভিতর লুকিয়ে রাখে। পরে বৃহস্পতিবার সেই সেচ মটর বিক্রির সময় কৌশলে হাতেনাতে ধরে গণধোলায় দেয় স্থানীয় জনতা। খবর পেয়ে অভিযুক্তদের উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ।

প্রথমিক জিঞ্জাসাবাদে মটর চুরির কথা শিকার করে তারা। এছাড়াও এই চোর চক্রে আরো ৪ জন জড়িত আছে বলে জানায়। এব্যাপারে অভয়নগর থানার এসআই ই¯্রাফিল আহম্মেদ শামিম জানান, স্থানীয় সুত্রে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। চোর দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comment using Facebook