মেসিকে যুক্তরাষ্ট্রের লিগে চান হিগুয়েন

0
154

ক্রীড়া ডেস্ক

ফুটবল বিশ্বের বেশ কিছু তারকা যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) খেলেছেন। সময়ের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসিকেও আগামীতে সেখানে খেলতে দেখতে চান তার সাবেক জাতীয় দল সতীর্থ গঞ্জালো হিগুয়েন। পিএসজি ফরোয়ার্ড যুক্তরাষ্ট্রে খেলা উপভোগ করবেন বলেও মনে করেন তিনি।

২০২০ সালের সেপ্টেম্বরে এমএলএসের দল ইন্টার মায়ামিতে যোগ দেন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়েন।বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন সেখানে তার দ্বিতীয় মৌসুমের জন্য। লম্বা ক্যারিয়ারে হিগুয়েন খেলেছেন রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ইউরোপের বেশ কয়েকটি ক্লাবে।

যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে তার গোল করার দক্ষতা অনেকটা কমে গেলেও মায়ামিতে যোগ দেওয়াটাকে ক্লাব ও লিগ উভয়ের জন্যই বড় বিষয় হিসেবে দেখা হয়েছিল। ২০১২ সাল থেকে এমএলএসে খেলছেন হিগুয়েনের বড় ভাই ফেদেরিকো হিগুয়েন। গত অক্টোবরে তাকে দলে টানে মায়ামি।

Comment using Facebook