বিশ্বকাপের টিকিট পেল আয়ারল্যান্ড ও আরব আমিরাত

0
414

ক্রীড়া ডেস্ক

গত বছরের মতো এবারও টি-২০ বিশ্বকাপে মাতবে ক্রিকেট বিশ্ব। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসবে এবারের আসর। ১৬ দলের মধ্যে ১২ দল আগেই নিশ্চিত ছিল।

বাকি চার দল আসবে বাছাইপর্ব থেকে। অবশ্য এরইমধ্যে দুটি দল নিশ্চিতও হয়ে গেছে। আইসিসি গ্লোবাল কোয়ালিফায়ার-১-এর ফাইনালে উঠে বিশ্বকাপের টিকিট পেয়েছে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

ওমানের আল আমিরাত মাঠে কোয়ালিফায়ার-এ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ৬৮ রানে হারিয়েছে আমিরাত। অন্য সেমিফাইনালে গত বিশ্বকাপ খেলা ওমানকে ৫৬ রানে হারায় আয়ারল্যান্ড। এদিকে, টুর্নামেন্টের বাকি দুই দল উঠে আসবে আগামী জুলাইয়ে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় গ্লোবাল কোয়ালিফায়ার-বি থেকে।

Comment using Facebook