করোনার টিকা নিয়ে বাড়ি ফেরা হলোনা স্কুল ছাত্র শিলনের

0
213

মেহেরপুর সংবাদদাতা

মেহেরপুরের গাংনীতে অটোবাইকের ধাক্কায় শিলন হোসেন (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১ টায় পৌর শহরের পশ্চিমমালসাদহ ব্রাক অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে।

শিলন হোসেন তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামের কৃষক রাহাতুলের ছেলে এবং স্থানীয় এইচএসকে মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র। শিলন হোসেনের বন্ধু সাঈদ জানান, গাংনী পৌরসভা থেকে করোনা টিকা নিয়ে আটোবাইক যোগে বাড়ি ফেরার পথে শারীরিক অসুস্থতা দেয়া দেয়।

অসুস্থতার কারণে অটোবাইকের বাইরে মাথা বের করলে গাংনী গামী অপর একটি অটোবাইকের সাথে মাথায় ধাক্কা লেগে রাস্তার উপর পড়ে যায়। পরে তাকে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এইচএসকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, অটোবাইক যোগে তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা করোনার টিকা নিতে গাংনী পৌরসভায় আসে।

টিকা নেওয়ার পর বাড়ি ফেরার পথে দূর্ঘটনা ঘটে। অভিভাবকরা জানায়,শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার শুরু প্রতিদিন ২ থেকে ৩ হাজার শিক্ষার্থীকে অবৈধ যানবাহনে করে গাংনী পৌরসভার টিকা কেন্দ্রে আনা নেয়া করা হয়। এতে তাদের জীবন ঝুঁকিতে পড়ে। শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘœ করতে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান বলেন,শিলন হোসেনকে হাসপাতালে নেওয়ার পূর্বেই মৃত্যু হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুর রাজ্জাক জানান,হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comment using Facebook