নওয়াপাড়ায় টিকা নিতে এসে হামলার শিকার ছাত্ররা

0
271

স্টাফ রিপোর্টার

নওয়াপাড়ায় করোনা ভাইরাসের টিকা নিতে এসে হামলার শিকার হয়েছে পূর্বাচল স্কুলের ছাত্ররা। গতকাল বুধবার বিকালে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, করোনা ভাইরাসের টিকা নিতে সকালে নওয়াপাড়া কলেজে আসে পূর্বাচল ও মহাকাল স্কুলের ছাত্ররা। সিরিয়াল শেষের দিকে হওয়ায় বিকাল নাগাদ অপেক্ষা করতে হয় তাদের।

একপর্যায়ে অধৈর্য্য হয়ে চিল্লাপাল্লা শুরু করে এসব ছাত্ররা। শিক্ষকরা চিল্লাচিল্লির কারণ জানতে চাইলে একে অন্যকে দোষারোপ করে এবং ধাক্কাধাক্কি শুরু হয়। যদিও ৩য় দফায় পরিস্থিতি শান্ত করে শিক্ষকরা। কিন্তু টিকা নিয়ে বাড়ি ফেরার পথে ইজিবাইক আটকে পূর্বাচল স্কুলের ছাত্রদের উপর হামলা চালায় স্থানীয় কিছু উঠতি বয়সী কিশোর।

এব্যাপারে জানতে চাইলে পূর্বাচল স্কুলের প্রধান শিক্ষক ধনঞ্জয় কুমার বিশ্বাস জানান, আমার ছাত্রদের উপর স্থানীয় কিছু কিশোর হামলা চালায় এতে ৩ জন ছাত্র আহত হয়েছে। ১ জনের অবস্থা গুরুতর আহত হয়েছে।

নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসান জানান, পূর্বাচল স্কুলের ছাত্রদের উপর স্থানীয় বহিরাগত কিছু উচ্ছৃঙ্খল ছেলে এ হামলা চালিয়েছে, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Comment using Facebook