আশাশুনি সংবাদদাতা
আশাশুনিতে জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। গুরুতর আহতদের আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সবদালপুর মৌজায় একখন্ড জমি নিয়ে কালিদাশ চক্রবর্তী ও ধ্রুব চক্রবর্তী দিংদের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছে। এনিয়ে আদালতে মামলা চলমান আছে। ২১ ফেব্রুয়ারি সকালে মৃত সচ্চিদানন্দ চক্রবর্ত্তীর ছেলে ধ্রুব চক্রবর্ত্তী দিং জমিতে ধান রোপনের কাজ করছিলেন। এসময় মৃত মনিমোহন চক্রবর্ত্তীর ছেলে কালিদাশ চক্রবর্ত্তী দিং বাধা দেন।
এনিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ধ্রুব চক্রবর্ত্তী, তার ছেলে ভৈরব, বিপ্রজিৎ ও স্ত্রী স্মৃতি রানী আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর পক্ষের ৩ জন আহত হন। তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।