শার্শা সংবাদদাতা
যশোর-১ (শার্শা) আসনের এমপি আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, বাংলাদেশের মাটি সোনার চেয়েও দামি। এমন মাটি বিশ্বে বিরল। এখানে যেকোনভাবে ফসল রোপন করতে পারলে কৃষকের মুখে ফুটে উঠে রোদেলা মিষ্টি হাসি। বুধবার বেলা ১১টার দিকে সরেজমিনে বেনাপোলের সাদিপুর মাঠের বাস্তব চিত্র পরিদর্শন ও কৃষকের জমির ফসল আনয়নের সমস্যা নিবারনের জন্য সুন্দর একটি রাস্তা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিকালে কথাগুলো বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ নাসির উদ্দিন, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫’র সভাপতি রাজু আহমেদ, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যাস সোহরাব হোসেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আলী কদর সাগর, যুগ্ম সম্পাদক মহাতাব উদ্দিন, যুবলীগের যুগ্ম আহবায়ক আহাদুজ্জামান বকুল প্রমুখ।