আন্তর্জাতিক ডেস্ক
আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গাওয়া শহরের কাছে একটি সোনাখনিতে বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। সোমবারের বিস্ফোরণে নারী, শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সোনাখনির কাছেই বিস্ফোরক সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেগুলো বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে।