আন্তর্জাতিক ডেস্ক
লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার পথে সাত বাংলাদেশির মৃত্যুর ঘটনায় ও মানব পাচারের অভিযোগে এক মিসরীয় নাগরিককে শনিবার গ্রেফতার করেছে ইতালি পুলিশ।
এর দুই সপ্তাহ আগে মানব পাচারের অভিযোগে দুই বাংলাদেশিকে ২০ বছর করে কারাদণ্ড দেয় দেশটির সরকার। গত ২৫ জানুয়ারি লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ঠান্ডায় মারা যান সাত বাংলাদেশি।
দেশটিতে সমুদ্রপথে এভাবে ঝুঁকিপূর্ণ প্রবেশে যেসব মানব পাচারকারী সক্রিয় তাদের মধ্যে আছে বাংলাদেশি, মিসরীয়, লিবীয় ও তিউনিসিয়ার নাগরিকরা।